যৌন অক্ষমতার ভয় ও তার সমাধান

যৌন অক্ষমতার ভয় ও তার সমাধান

Written by Dr.Md.Redwanul Huq (Masum)
Tuesday, 23 September 2014 11:44

যৌন অক্ষমতার ভয়ে বিয়ে করতে চাচ্ছেন না? ভয় নেই, আপনি সুস্থ। বিশ্বাস না হলে আর্টিকেল টি পড়ুন।

অনেক পুরুষই বিয়ে সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকার এবং কিছু অকারণ ভীতির কারণে বিয়ে করতে সাহস পান না। হ্যাঁ, আমি যৌন অক্ষমতার ভয়ের কথাই বলছি। শুরুতেই আপনাদের একটা আশার কথা শুনিয়ে রাখি, সেটা হচ্ছে শতকরা ৮০ থেকে ৯০ ভাগ পুরুষেরই এ ধরণের কোন শারীরিক রোগ নেই, বাকী ১০ থেকে ২০ ভাগ পুরুষ এ জাতীয় বিভিন্ন রকমের শারীরিক সমস্যায় ভোগে

যৌন অক্ষমতার ভয়ের কারণসমূহঃ

• যৌবনে অনাকাঙ্খিত অভ্যাস (যেমনঃমাস্টারবেশন বা স্বমেহন বা হস্তমৈথুন ) থাকা
• মাস্টারবেশনের সময় দ্রুত বীর্যস্খলন হওয়া
• দুশ্চিন্তা ও মানসিক সমস্যা
• যৌনজীবন সম্পর্কে ভুল ধারণা
• মাদক সেবন
• নারীর সংস্পর্শে নিজের অক্ষমতার পরিচয় পাওয়া এবং সফলতার আশায় সেক্স স্টিমুল্যান্ট ট্যাবলেট গ্রহণ করা
• পর্ণ ছবি ও ভিডিও দেখা

যৌন অক্ষমতার ভয় ও তার সমাধান

যৌন অক্ষমতার ভয়ের সমাধানঃ

• যারা যৌবনে মাস্টারবেশন করার কারণে টেনশন করছেন তাদের বলছি – মাস্টারবেশন করা ইসলাম ধর্মে নিষিদ্ধ, তবে এর সাথে যৌন ক্ষমতা কমে যাওয়ার কোন প্রমাণিত সম্পর্ক নেই, তাই এ নিয়ে ভয় পাবেন না
• মাস্টারবেশনের সময় শুধু কামভাব নিবারণ হয় বলে দ্রুত বীর্যস্খলন হয় কিন্তু এর মানে এটা নয় যে আপনি স্ত্রীর সংস্পর্শে আসলেও একই সমস্যা হবে, বরং এই বিষয়টি ভালোবাসার সাথে জড়িত এবং ভালোবাসা যত গভীর হবে মিলনের সময়কালও তত বেশী হবে।
• মনে রাখবেন দুশ্চিন্তা দ্রুত বীর্যস্খলনের অন্যতম প্রধান কারণ , তাই অবশ্যই দুশ্চিন্তামুক্ত থাকতে হবে
• কারো মানসিক সমস্যা থাকলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিতে হবে
• যৌনজীবন সম্পর্কে সঠিক ধারণা পেতে হলে অনলাইনে এ বিষয়ের উপর লেখা আর্টিকেল পড়ুন বা ভালো কোন লেখকের বই পড়ুন
• মাদক সেবন থেকে ১০০ হাত দূরে থাকুন
• বিয়ের আগে নারীদের সংস্পর্শে যাবেন না, আর যদি তাদের সংস্পর্শে নিজের অক্ষমতার প্রমাণ পেয়েই থাকেন তাহলেও টেনশন করার কিছু নেই, কেননা এ ধরণের রিল্যাশনে ভয়, দুশ্চিন্তা ইত্যাদি কাজ করে যার কোনটাই স্ত্রীর সংস্পর্শে আসলে সাধারণত থাকে না। তবে কোনভাবেই সেক্স স্টিমুল্যান্ট ট্যাবলেট গ্রহণ করবেন না
• পর্ণ ছবি ও ভিডিও দেখা থেকে ১০০০ মাইল দূরে থাকুন, এতে শুধু যে পাপ হয় তাই না, বরং যৌনতা সম্বন্ধে ভুল ও বিকৃত ধারণা তৈরি হয় যা পরবর্তীতে খারাপ প্রভাব ফেলে। একটা কথা মনে রাখবেন পর্ণ এডিট করে তৈরি করা হয়, এসব বাস্তব নয়
• ১০ থেকে ২০ ভাগ পুরুষ যারা বিভিন্ন রকমের শারীরিক রোগের কারণে (যেমন- টেস্টস্টেরন হরমোনের অভাব, গনোরিয়া, ইম্পোটেন্স ইত্যাদি)যৌন সমস্যায় ভুগছেন তারা অতিসত্বর বিশেষজ্ঞ চিকিৎসকের সাহায্য নিন

সর্বোপরি মনে রাখতে হবে যে, শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি ও স্বামী-স্ত্রী পরস্পরের সুন্দর সম্পর্ক এবং সমঝোতা থাকলে বৈবাহিক জীবনে সুখ পাওয়া সম্ভব। তাই, যৌন অক্ষমতার ভয় যেন আপনার বিয়ের পথে আর বাধা না হয়।

ফেইসবুকে আমাকে আপনার রোগ সম্পর্কে জানাতে লিখুন এখানেঃ

www.facebook.com/Medicalforallnet