তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক গবেষণায় পাওয়া গেছে যে, যেসব মহিলার PCOS (PolyCystic Ovarian Syndrome বা ডিম্বাশয়ে বহু সিস্ট থাকা) রোগ আছে তারা সকালের নাস্তা বেশী করে আর রাতের খাবার কম করে খাওয়ার মাধ্যমে রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে তাদের প্রজনন ক্ষমতা অর্থাৎ গর্ভধারণ ক্ষমতা বাড়াতে পারেন।
প্রধান গবেষক ডাঃ ডেনিয়েল পর্যবেক্ষণ করেন যে, যেসব মহিলার PCOS রোগ আছে তাদের অধিকাংশই সাধারণত ইনসুলিন রেজিস্টেন্ট বা ইনসুলিন প্রতিরোধী অর্থাৎ, তাদের দেহে তৈরি হয় প্রচুর পরিমাণ ইনসুলিন যা ডিম্বাশয়ে গিয়ে সেখান থেকে টেস্টোস্টেরন উৎপাদন বাড়িয়ে দেয়, ফলে দেখা দেয় বন্ধ্যাত্ব।
গবেষণায় দেখা গেছে যে, যেসব মহিলার PCOS রোগ আছে তাদের মধ্যে যারা ব্রেকফাস্টে বেশী খেয়েছেন তাদের ইনসুলিন রেজিস্টেন্স এবং রক্তে টেস্টোস্টেরনের মাত্রা কমেছে, যার ফলে তাদের ওভুলেশন বা ডিম্বস্ফোটন এর হারও বেড়েছে।
সূত্রঃ এমএনটি।
ফেইসবুকে আমাকে আপনার রোগ সম্পর্কে জানাতে লিখুন এখানেঃ
www.facebook.com/Medicalforallnet